• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পাকিস্তানে ভারি বর্ষণে ১৪ জনের প্রাণহানি

প্রকাশ:  ০৫ জুলাই ২০১৮, ২০:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পাকিস্তানের পূর্ব পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারি বর্ষণে ১৪ জনের মৃত্যু ও ১৯ জন আহত হয়েছে। 

 

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কতৃপক্ষ (এনডিএমএ) বুধবার এক বার্তায় জানায়, মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দেশটিতে ব্যাপক বৃষ্টিপাত হয়।

 

 

কর্তৃপক্ষ জানায়, বৃষ্টিপাতে পাঞ্জাবের অবস্থা সবচেয়ে খারাপ। এখানে ১২ জন নিহত ও ১৭ জন আহত হয় এবং স্রোতে একটি বাড়ি ভেসে যায়।

 

এদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুই দিনের প্রবল বর্ষণে দুই জন নিহত ও দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

সরকারি তথ্য অনুযায়ী, ভারী বর্ষণে বাড়ির ছাদ ধসে পড়া এবং বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার কারণে বেশিভাগ হতাহতের ঘটনা ঘটেছে।

 

সরকারি তথ্যে জানানো হয় পাকিস্তানে ভারী বর্ষণে ১৪ জন নিহত হয়েছে, তবে স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয় অতি বর্ষণে শুধুমাত্র পাঞ্জাব প্রদেশেই নিহতের সংখ্যা ১৯ জন পৌঁছেছে।

 

এনডিএমএ জানায়, পাঞ্জাব প্রদেশের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসকল অঞ্চলে জলাবদ্ধতা নিরসনে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কতৃপক্ষ কাজ করছে।