• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠাবে জাপান

প্রকাশ:  ০৪ জুলাই ২০১৮, ২২:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দক্ষিণ চীন সাগর ও ভারত মহাসাগরে হেলিকপ্টারবাহী যুদ্ধজাহাজ পাঠাবে জাপান। বার্ষিক ভ্রমণের মাধ্যমে কৌশলগত সামুদ্রিক অঞ্চলে নিজেদের উপস্থিতি বাড়ানোর অংশ হিসেবেই এ পদক্ষেপ নিচ্ছে দেশটি। 

দক্ষিণ চীন সাগর ও ভারত মহাসাগরে চীনের সামরিক উপস্থিতি নিয়ে জাপান ও যুক্তরাষ্ট্রের উদ্বেগের বহিঃপ্রকাশ হিসেবেই এলাকাটিতে উপস্থিতি বাড়াচ্ছে জাপান। ওই অঞ্চলেই জাপান ও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের অবস্থান। গত বছরও দক্ষিণ চীন সাগর ও ভারত মহাসাগরে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছিল তারা।

জাহাজ পাঠানোর পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত একজন কর্মকর্তা বলেন, ‘একটি স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমর্থনে জাপানে প্রচেষ্টার অংশ হিসেবেই এটা করা হচ্ছে’। 

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি আরও জানায়, ২৪৮ মিটার দৈর্ঘ্যরে ‘কাগা’ নামের যুদ্ধজাহাজটি থেকে বেশ কয়েকটি হেলিকপ্টার একযোগে উড্ডয়ন করতে পারে। জাহাজটি ইন্দোনেশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে থামবে। ভারত ও শ্রীলঙ্কার বন্দরেও যাত্রাবিরতি করবে জাহাজটি।

দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ এলাকা নিজেদের দাবি করে থাকে চীন। তারা সাগরে কৃত্রিম দ্বীপ তৈরি করে সামরিক ঘাঁটি স্থাপন করছে। তবে শান্তিপূর্ণ উদ্দেশ্যেই এটা করা হচ্ছে বলে দাবি করে আসছে চীন। এ ছাড়া ভারত মহাসাগরেও নৌ-বাহিনীর অভিযান জোরদার করেছে চীন। নৌ-চলাচল অবাধ রাখা নিশ্চিত করার কথা বলে দক্ষিণ চীন সাগরে নিয়মিত বিমান ও নৌ-টহল চালিয়ে থাকে যুক্তরাষ্ট্র। 

মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইনস, ব্রুনেইও দক্ষিণ চীন সাগরের অংশের মালিকানা দাবি করে থাকে। সাগরটিতে প্রচুর মাছ থাকার পাশাপাশি তেল ও গ্যাসের খনি রয়েছে। তাইওয়ানও সাগরটির কিছু অংশের মালিকানা দাবি করে থাকে। তবে জাপান সেখানকার কোনো অংশকে নিজেদের বলে দাবি করে না।

সর্বাধিক পঠিত