• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ

প্রকাশ:  ০২ জুলাই ২০১৮, ২২:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে ব্যাপক বাতাস ও তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ায় একের পর এক দাবানল ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ বিপদ সংকেত জারি করেছে এবং ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে। 

ক্যাল ফায়ার জানায়, শনিবার ইয়োলো কাইন্ট্রিতে দাবানলের সূত্রপাত ঘটে। রবিবার নাগাদ সর্বশেষ সৃষ্ট এ দাবানল প্রায় ৯ হাজার হেক্টর এলাকায় ছড়িয়ে পড়ে। সেখানে আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ১শ’র গাড়ি ও ১২টি হেলিকপ্টার কাজ করছে। রবিবার বিকেলে দাবানল নাপা কাউন্ট্রি অতিক্রম করে। লেক কাউন্ট্রিতে আরেকটি দাবানল ১৪ হাজার ১৫০ একর জমিতে ছড়িয়ে পড়েছে। এ ছাড়া সান জোয়াকুইন কাউন্টিতেও ছড়িয়ে পড়েছে দাবানল।

উল্লেখ্য, গত বছরও ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছিল।
খবর এএফপি