• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ড্রাইভিং সিটে সৌদি নারীর র‌্যাপ সংগীত নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

প্রকাশ:  ৩০ জুন ২০১৮, ১১:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সৌদি আরবে যেদিন আনুষ্ঠানিকভাবে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, সেদিনই সে দেশের গায়িকা লিসা এ (সোশ্যাল মিডিয়ার নাম) গাড়ির ড্রাইভিং সিটে বসে একটি র‌্যাপ সঙ্গীত রেকর্ড করে সেই ভিডিও তুলে দেন সোশ্যাল মিডিয়ায়।

 

গানের কথা এ রকম- ‘আমাকে কেউ নিয়ে যাবে, তার আর দরকার নেই... আমার সঙ্গে রয়েছে ড্রাইভিং লাইসেন্স।’

 

 

একটি হিউন্দাই গাড়ির ড্রাইভিং সিটে এস র‌্যাপ সংগীতের সুর তিনি গানটি রেকর্ড করেন। তার পর তা তুলে দেন ইনস্টাগ্রামসহ ও ইউটিউবে।

 

২৪ জুন সৌদি নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা ওঠে। ওই সৌদি নারী র‌্যাপার তার উচ্ছ্বাস চেপে রাখতে মুহূর্তও দেরি করেননি।

 

সৌদি নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা ওঠে ২৪ জুন। ওই সৌদি নারী র‌্যাপার তার উচ্ছ্বাস চেপে রাখতে মুহূর্তও দেরি করেননি।

 

লিসা এর ওই মিউজিক ভিডিও এ কদিনে ইউটিউব এবং ইনস্টাগ্রামে ১৬ লাখ বার দেখা হয়েছে।

 

ভিডিওতে দেখা যাচ্ছে, ওই সৌদি র‍্যাপার গাড়ি চালাচ্ছেন, অ্যাক্সিলেটরে চাপ দিচ্ছেন, গিয়ার বদলাচ্ছেন এবং সেই সঙ্গে উচ্ছল ভঙ্গিতে গান গেয়ে চলেছেন।

 

‘আমি রসিকতা করছিনা, অমি আজ গাড়ি চালাতে পারি। স্টিয়ারিং আমার পায়ের নিচে পেডাল আর আমার আবায়ার ওপর দিয়ে সিট বেল্ট...’

 

যে টুইটে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে, তা তিন লাখ লাইক পেয়েছে, শেয়ার হয়েছে এক লাখেরও বেশিবার।

 

লিসা তার গান শেষ করেছেন অন্য পথচারীদের লিফট দেওয়ার প্রস্তাবের সঙ্গে। কিন্তু সাবধান করেছেন, ‘খবরদার জোরে দরজা বন্ধ কর না, আমি তা হলে তোমাকে সিটবেল্ট দিয়ে বেঁধে ফেলব।’
সূত্র : বিবিসি