• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিশ্ব স্থিতিশীলতায় রাশিয়া, চীন ও ভারতের শক্তিশালী ভূমিকা পালন করা উচিত

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বিশ্বে স্থিতিশীলতা আনয়নে কৌশলগত যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর লক্ষ্যে চীন, রাশিয়া ও ভারত আরো বেশী শক্তিশালী ভূমিকা পালন করবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়া সোমবার তিন দেশীয় পররাষ্ট্রমন্ত্রীদের ১৫তম সভা শেষে ভারতের রাজধানী নয়াদিল্লীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। খবর সিনহুয়া’র।
 
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রভাবশালী ও উদীয়মান অর্থনীতি সমৃদ্ধ তিনটি দেশ ইতিবাচক শক্তি ব্যবহার করে বিশ্বে সমৃদ্ধি আনয়নে এবং শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে। ওয়াং ইয়া বলেন, সভায় রাশিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে চীনের সদ্য সমাপ্ত ১৯তম চীনা জাতীয় কংগ্রেসের তাৎপর্য ও দেশটির নয়া ধারার পররাষ্ট্র নীতিমালা সম্পর্কে অবহিত করা হয়েছে। তিনি আরো বলেন, তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ বিশ্ব ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়সমূহে একমত হয়েছেন।
 
তিন নেতা মনে করেন, বিশ্বের যে সকল সমস্যা তা জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন-নীতিমালার আলোকে সমাধান হওয়া উচিৎ। তারা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গণতান্ত্রিক অগ্রগতির ওপর জোর দেন। সিনহুয়া।

সূত্রঃ ইত্তেফাক