• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

টানা ২৪ ঘণ্টা গেম খেলে দৃষ্টিশক্তি হারালেন তরুণী!

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ১০:৫১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

আত্মঘাতী ব্লু হোয়েলের গেম নিয়ে আতঙ্ক যখন তুঙ্গে, গেম খেলে চোখ হারালেন এক চীনা তরুণী। মোবাইল ও ইন্টার্নেট গেম আসক্তি এখন বিশ্বব্যাপী তাড়িয়ে বেড়াচ্ছে অসংখ্য কম বয়সী কিশোর কিশোরী ও তরুণ তরুণীকে। বিশেষ করে চীন ও জাপানে গেম আসক্তির কারণে প্রতিবছর একাধিক মৃত্যুর ঘটনা ঘটে থাকে।

এবার দক্ষিণ চীনের ২১ বছরের এক তরুণী টানা ২৪ ঘণ্টা স্মার্টফোনে গেম খেলে চোখ হারালেন। নতুন কেনা স্মার্টফোনে টানা দীর্ঘ সময় গেম খেলায় ব্যস্ত রেখে নিজের এ ক্ষতি ডেকে নিয়ে এসেছেন তিনি। টানা গেম খেলার আসক্তিতে খাওয়া দাওয়ার কথা ভুলে গিয়েছিলেন তিনি।   

মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমে জানা যায়, চোখে সমস্যা হওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে। সেখানে চিকিৎসকরা জানান, একটানা গেম খেলার কারণেই চোখের ক্ষতি হয়েছে তার। কার্যত দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। তবে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন চিকিৎসকরা।

সূত্র: এশিয়া ওয়ান