কনে চালাতে চায় গাড়ি, শেষমুহুর্তে বিয়ে ভেঙ্গে দিল বর
কবুল বলার আগমূহুর্তে কী এমন শর্ত দিলেন যে কনের পিতা, বিয়ের আসর ছেড়ে চলে যেতে হবে বরকে। গত এমনই এক ঘটনা ঘটেছে সৌদি আরবে এবং কারণটা শুনলে যে কেউ ভাবতেই পারবে না যে, কনেকে বিয়ে পরবর্তী সময়ে গাড়ি চালানোর অনুমতি দিতে হবে এ শর্ত দেয়ার কারণে বিয়ে ভেঙ্গে দিবে বর। দেশটির ইতিহাসে এ ধরণের ঘটনা একেবারেই অবিশ্বাস্য হিসেবে দেখছে স্থানীয় গণমাধ্যম।
ইসলামি বিয়ে রীতিতে, কনে ও তার পরিবার বিয়ের জন্য কিছু শর্তপূরণের দাবী করতে পারেন বর ও তার পরিবারের পক্ষ থেকে এবং সেটি দুইপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত ও নির্ধারণ হয়।
কিন্তু কনে পক্ষের এ শর্ত কোনভাবেই মেনে নিলেন না বর। সৌদি অনলাইন সংবাদ মাধ্যম আল মারসাদ জানাচ্ছে, উভয়পক্ষের মধ্য আলোচনা ব্যর্থ হওয়ায় বিয়ে ভেঙ্গে দিয়ে বর চলে আসেন। ইতিমধ্যে ৪০ হাজার সৌদি রিয়েল যৌতুক দিলে কনেকে চাকরি করতে দিবেন এ শর্তেও রাজী হয়েছিলেন বর। কিন্তু শেষমুহুর্তে গাড়ি চালানোর অনুমতি দানের অস্বীকৃতি জানিয়ে তিনি বিয়ে ভেঙ্গে দেন।
এ দিকে গাড়ি চালানোর শর্ত নিয়ে বিয়ে ভেঙ্গে দেবার কারণে সামাজিক গণমাধ্যমে অনেকে ক্ষুব্ধতা প্রকাশ ও সমালোচনা করেছেন বরপক্ষের। আবার কয়েকজন মনে করছেন, কনের জন্য উচিত শিক্ষা হয়েছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একমাত্র সৌদি আরবেই নারীদের গাড়ী চালানোর অনুমতি নেই। তবে সাম্প্রতিক সৌদি এক বাদশাহের আদেশ জারির মাধ্যমে আগামী বছর থেকে গাড়ি চালাতে পারবেন সৌদি নারীরা।
সূত্র: দ্য নিউ আরব নিউজ