• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

টেক্সাসে শিক্ষার্থীর গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ১৫:১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে শিক্ষার্থীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার টেক্সাস টেক ইউনিভার্সিটিতে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ওই হত্যাকাণ্ডের ঘটনায় হলিস ড্যানিয়েলস নামে ১৯ বছরের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। খবর রয়টার্সের।

বিশ্ববিদ্যালের মুখপাত্র ক্রিস কুক এক ইমেইলে জানিয়েছেন, ক্যাম্পাসের হোস্টেলে রুটিনমাফিক ওয়েলফেয়ার চেকিং করছিল পুলিশ। শিক্ষার্থীদের ঘরেও একে একে তল্লাশি চালায় ক্যাম্পাসের পুলিশ সদস্যরা। হলিসের ঘরে তল্লাশির সময় প্রচুর মাদক উদ্ধার করে পুলিশ।

এর পর ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পাসের ভেতরে পুলিশের সদর দফতরে নিয়ে আসে তারা। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় পিস্তল বের করে এক পুলিশ সদস্যের মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় হলিস। ঘটনাস্থলেই মারা যান ওই পুলিশ কর্মকর্তা।

পরে ওই শিক্ষার্থীকে ধরতে পুলিশের একটি বিশেষ দলকে পাঠানো হলে তারা ওই শিক্ষার্থীকে আটক করে। হলিসকে কারাগারে পাঠানো হয়েছে। তবে পুলিশ এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

সর্বাধিক পঠিত