• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ইরাকে আইএসের গুরুত্বপূর্ণ হাওয়াইজা ঘাঁটির পতন

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৪:৪৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে হাওয়াইজার পুনর্দখল নিয়েছে ইরাকি বাহিনী। এর মধ্য দিয়ে দেশটিতে আইএসের সর্বশেষ ঘাঁটিগুলোর একটির পতন ঘটল।

বৃহস্পতিবার ইরাকি বাহিনী হাওয়াইজা পুনর্দখলের দাবি করে।

এ অভিযানের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদেল আমির ইয়ারাল্লাহ বলেন, সেনা, পুলিশ ও আধা সামরিক বাহিনী হাওয়াইজার সমগ্র কেন্দ্রস্থলকে মুক্ত করেছে।

আইএসের বিরুদ্ধে ইরাকি বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে বলে জানান এই জেনারেল।

সূত্র: এএফপি

সর্বাধিক পঠিত