পদত্যাগের গুঞ্জন অস্বীকার টিলারসনের
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন পদত্যাগের গুঞ্জন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্কে ফাটলের বিষয়টি অস্বীকার করেছেন। কিন্তু তার বিরুদ্ধে প্রেসিডেন্টকে যে ‘গাধা’ বলার কথা উঠেছে সেটা অস্বীকার করেননি।
বিবিসির খবরে জানা যায় ‘গাধা’র প্রসঙ্গটি জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি এই ধরণের ছোটখাট বিষয় নিয়ে কথা বলতে চাই না।
মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির একটি প্রতিবেদনে তার পদত্যাগের গুঞ্জনের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে এনবিসি তাদের প্রতিবেদনে দাবি করে, গত জুলাই মাসের দিকে পদত্যাগ করতে চেয়েছিলেন টিলারসন।
নিজের পদত্যাগের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে রেক্স টিলারসন বলেন, আমি এমন কিছুর কথা ভাবছি না। আমরা টিম ওয়ার্ক চালিয়ে যাচ্ছি। আমার ওপর অর্পিত দায়িত্বের ব্যাপারে আমি অঙ্গীকারাবদ্ধ।
প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি স্মার্ট। তিনি এই দেশকে ভালোবাসেন। তার স্লোগানই হচ্ছে আমেরিকা ফার্স্ট।