থানায় শিশুকে ‘ধর্ষণচেষ্টা’, এসআই কারাগারে
শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভারতের উত্তর প্রদেশের একটি থানার উপপরিদর্শককে (এসআই) গ্রেপ্তার করা হয়েছে। রোববার সাত বছরের ওই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়। তেজভির সিং নামের ওই পুলিশ কর্মকর্তা উত্তর প্রদেশের রামপুর জেলার কেমরি থানায় দায়িত্বরত ছিলেন।
সোমবার পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, শনিবার রাতে কেমরি থানার পাশে খেলছিল সাত বছরের এক শিশু। এ সময় জোর করে শিশুকে থানার ভেতর নিয়ে যান এসআই। সেখানে নিয়ে শিশুটির পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করেন তিনি। পরে অন্যরা গিয়ে শিশুকে উদ্ধার করে।
ওই শিশুর পরিবারের একজন সদস্য এসআইর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে এসআইকে কারাগারে পাঠানো হয়েছে।
রামপুর জেলার পুলিশ সুপার (এসপি) ভিপিন তাদা বলেন, প্রাথমিক তদন্তে এসআই তেজভির সিংয়ের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এসপি জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে প্রথমিক তদন্ত করা হয়। পরে তেজভিরকে গ্রেপ্তার করা হয়। চূড়ান্ত তদন্ত শেষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।