• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

‘ক্ষুদ্র রকেট মানবের’ বিষয়ে যা করার তাই করবেন ট্রাম্প!

প্রকাশ:  ০২ অক্টোবর ২০১৭, ১১:৫৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাম দিয়েছেন 'ক্ষুদ্র রকেট মানব'। আকারে খর্বকায় এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও বার বার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর জন্যই এ নাম।

এই ক্ষুদ্র রকেট মানবকে নিয়ে রবিবার দুইটি টুইট করেছেন ট্রাম্প।

এক টুইটে ট্রাম্প লিখেছেন, রকেট মানবের সঙ্গে ২৫ বছর ধরে সুন্দর ব্যবহার করা হয়েছে। কিন্তু সেটি কোনো কাজে আসেনি। এখনও তাতে ফলপ্রসূ কিছু বেরিয়ে আসবে না। ক্লিনটন, বুশ, ওবামা (আমেরিকার সাবেক প্রেসিডেন্টদের নামের শেষ অংশ) ব্যর্থ হয়েছে। আমি হবো না।

উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘ সময় ধরে চলা এই বিরোধ কূটনৈতিকভাবে সামাল দেয়ার চেষ্টা করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এ নিয়ে আরেকটি টুইটে ট্রাম্প লিখেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বলেছি তিনি ক্ষুদ্র রকেট মানবের সঙ্গে অযথা সময়ের অপচয় করছেন। শক্তি সঞ্চয় করো রেক্স (রেক্স টিলারসন)। আমাদের যা করার, তা আমরা করবো।