• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহ্ পরান এর খুনিদের ফাঁসির দাবিতে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন

প্রকাশ:  ১৪ মার্চ ২০২১, ১০:৫৮
চাঁদপুর পোস্টঃ
প্রিন্ট

শাহ্ পরান এর খুনিদের ফাঁসির দাবিতে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন

চাঁদপুর পোস্টঃ 

মানবাধিকার ও সংবাদকর্মী ইঞ্জিনিয়ার মোঃ শাহ্ পরান হত্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের তয় তলায় আবদুস সালাম হলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সাংবাদিক সম্মেলন আয়োজন & সার্বিক সহযোগিতায় ছিলেন জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা AHRI & UUHRBF. ঘটনা সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার দেবীপুর খন্দকার বাড়ি বানিয়াচোঁ গ্রামের মৃত খন্দকার মোঃ আবু তাহের এর কনিষ্ঠ পুত্র মানবাধিকার ও সংবাদকর্মী ইঞ্জিনিয়ার খন্দকার মোঃ শাহ্ পরান বিগত ৫/০৪/২০১৭ ইং তারিখ রাত অনুমানিক ১:৪৫ ঘটিকায় হত্যাকান্ডের শিকার হয়। নিহতের পরিবারের সকলেই এই হত্যাকান্ডের মূলে রয়েছে নিহতের স্ত্রী হাসনা বেগম যে কিনা পরকিয়ায় জড়িত ছিল। তার পরোকিয়ার বিষয়ে জেনে যাওয়ায় অসৎ স্ত্রীর পিত্রালয় অর্থাৎ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বড় আলমপুর গাজী পাড়া পূর্ব পাড়ায় উক্ত হত্যাকান্ড ঘটে। এবিষয়ে নিহতের বড় ভাই জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা (NNC) এর চট্রগ্রাম বিভাগীয় সভাপতি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যথাক্রমে AHRI এর বৃহত্তর কুমিল্লা অঞ্চলের কো-অডিনেটর ও UUHRBF এর চট্রগ্রাম বিভাগীয় চেয়ারম্যান খন্দকার মো. শামসুল আলম বাদী হয়ে নিহতের স্ত্রী হাসনা বেগম ও শ্বশুড় নাজির আলীসহ ৬ জনকে আসামী করে কুমিল্লার বিজ্ঞ আদালতে হত্যা মামলা সিআর-১৩৯/২০১৭ সহ ফৌজদারী বিভিশন নং-১৩৪/১৮ এবং পিআর নং ৬০৭/২০ মেকদ্দমা সমূহ দায়ের করেন । হত্যা মামলা সিআর-১৩৯/১৭ ও জিআর-১৫৫/১৭ মামলা বর্তমানে সিআইডি কুমিল্লা জেলা শাখায় তদন্তাধীন রয়েছে। এদিকে আসামীপক্ষ বিভিন্ন ভাবে মামলার তদন্ত কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাচ্ছে। হত্যা মামলা প্রত্যাহার করতে বাদী খন্দকার শামসুল আলম ও তার পরিবারের সদস্যদের মোবাইলে ফোন করে, মেসেজ পাঠিয়ে এমনকি সরাসরি হত্যার হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এবিষয়ে হত্যা মামলার বাদী খন্দকার শামসুল আলম গত ০৫/০৩/২১ ইং তারিখে আসামীদের বিরুদ্ধে শাহরাস্তি থানায় একটি জিডি করেছেন যার নং ৯৯০/২১। তিনি তার ছোট ভাইয়ের খুনিদের ফাসি নিশ্চিত করতে হত্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। একই সাথে এই মামলার বাদী ও তার পরিবারের সকল সদস্যদের জান-মালের নিরাপত্তা জন্য মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। খন্দকার শামসুল আলমের আপন ছোট ভাইয়ের খুনীদের ফাসির দাবি পূরণের মাধ্যমে দেশের ন্যায় বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে সিআইডি কুমিল্লা জেলা শাখাসহ সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করেন জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসির প্রেসিডেন্ট আলহাজ্ব মাসুম বিল্লাহ।

সর্বাধিক পঠিত