• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

গাজীপুরে সাংবাদিক কন্যার উদ্যোগে বেদে সম্প্রদায়ের মাঝে ইফতার বিতরণ।

প্রকাশ:  ২৯ এপ্রিল ২০২০, ২১:১০
ইউসুফ পাটোয়ারি লিংকন
প্রিন্ট

গাজীপুরে সাংবাদিক কন্যার উদ্যোগে বেদে সম্প্রদায়ের মাঝে ইফতার বিতরণ।

ইউসুফ পাটোয়ারি লিংকনঃ
কাতার সাংবাদিক ফোরামের সহসভাপতি, দৈনিক নতুন কাগজের সিনিয়র রিপোটার ও গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এম এ কাশেমের কন্যা (সামিয়া নওরিন মাহী ৮) আজ বিকাল সাড়ে ৫টায় গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের হোতাপাড়া ও ভবানীপুর ভাসমান একশো বেদে সম্প্রদায় পরিবারের মাঝে বাহারী ইফতার বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে ১০-১২ প্রকারের ইফতারীর উপকরণ দেওয়া হয়। এসবের মধ্যে রয়েছে আপেল, জিলাপী,খেজুর, সহ নানা রকম ইফতার সামগ্রী।

সাংবাদিক কন্যা মাহী জানান দেশে যখন করোনা পরিস্থিতি নিয়ে মানুষ মহাসংকটে অনেক কষ্টে জীবন যাপন করছেন। পবিত্র রমজান মাসে আমার কাছে বাবার দেওয়া জমানো টাকা গুলো ভাসমান বেদে সম্প্রদায়ের পরিবারের জন্য কিছু করতে ইচ্ছা পোষণ করলে বাবা ও মায়ের সম্মতিতে আজকে আমার ব্যক্তি উদ্যোগে এ ক্রান্তিলগ্নে ক্ষুদ্র প্রয়াসে অসহায়দের মাঝে ইফতার বিতরণ করছি আমি এদের জন্য ইফতারীর বিতরণ করে নিজেকে বিপন্ন মানুষের পাশে এসে দাড়াতে পেরে ধন্য মনে করছি। আমি আশা করবো আমার মত সমাজে ছাত্র/ছাত্রী যারা আছেন তারাও এ মহামারীতে এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। সমাজের বিত্তশালীদের অনুরোধ করবো এ দূর্যোগে অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে।
উল্লেখ্য, আমি ভবানীপুর আইডিয়েলএকাডেমীর তৃতীয় শ্রেণির ছাত্রী।

সর্বাধিক পঠিত