চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের পরিচিতি সভা
রাজনীতি একজন ছাত্রকে সৎ এবং যোগ্য নেতৃত্ব শিখায় : অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল
চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি তাঁর বক্তব্যে বলেন, রাজনীতি একজন ছাত্রকে সৎ এবং যোগ্য নেতৃত্ব শিখায়। ছাত্ররা কেনো রাজনীতি করবে এটা অনেকের প্রশ্ন। আসলে ছাত্রবয়সের রাজনীতি একজন ছাত্রকে সৎ এবং সাহসী বানায়। মেধা বিকাশের মাধ্যমে শৃঙ্খলা এবং দেশপ্রেমিক নাগরিক তৈরিতে ছাত্র রাজনীতি অনন্য।
তিনি বলেন, একজন ছাত্রের যখন ১৮ বছর বয়স হয় তখন সে দেশ সম্পর্কে বুঝতে শুরু করে। আর এ সময়ই ওই ছাত্র যদি ভালো নেতৃত্ব পায়, তাহলে দেশ পাবে একজন ভালো ছাত্রনেতা। যেমন বঙ্গবন্ধু ছাত্রনেতা থেকে রাষ্ট্রনায়ক।
তিনি আরো বলেন, আদর্শহীন যেসব লোক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ পরিচয় দিয়ে অপরাধে জড়িয়েছিলো, তারা কিন্তু রেহাই পাননি। অপরাধ কর্মকা-ের কারণেই অনেকের বিপদ হয়। মূলত যারা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত তারা রাজনীতিতে ক্লিন থাকেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবীর সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ ইকবাল হোসেন বেপারী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ মোতালেব। আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মিয়াজী, পৌর ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সোহেল রানা ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।
পৌর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম আকাশের সভাপ্রধানে ও যুগ্ম আহ্বায়ক খালেদ আল খলিফার সঞ্চালনায় উপস্থিত ছিলেন শহর যুবলীগ সদস্য ও চাঁদপুর পৌরসভা নির্বাচনে ১৫নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডঃ কবির হোসেন চৌধুরী, ১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম সোহেল, ১৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইঞ্জিঃ মোঃ রমজান আলী মৃধা ও সাধারণ সম্পাদক মাসুদ পাটোয়ারী, ১৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আবুল কাসেম গাজী, ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর মিন্টু মোল্লা ও বর্তমান সভাপতি হাবিবুর রহমান সজীব, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজ মোল্লা, ইমন বেপারী, সুমন সরকার ও মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।