• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হরতালে নাশকতা এড়াতে পুলিশের ব্যাপক প্রস্তুতি

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ২২:২৭
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
প্রিন্ট

জামায়াতের আমিরসহ দলের ৯ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার জামায়াতে ইসলামী হরতাল ডাকলেও হরতালে নাশকতা এড়াতে পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) সহেলী ফেরদৌস বলেন, হরতালে নাশকতা এড়াতে বরাবরের মতো প্রস্তুত থাকবে পুলিশ। যেকোন ধরণের নাশকতা রোধ এবং জনসাধারণের নিরাপত্তায় পুলিশ সদস্যরা নিয়োজিত থাকবে।

তিনি বলেন,  বৃহস্পতিবার ভোর থেকে শুরু করে হরতালের পুরোসময় জামায়াতের ধ্বংসাত্মক ও নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে রাজধানীতে পুলিশ সদস্যরা নিরাপত্তা দিবে। এর আগে বুধবার দুপুরে শিল্প পুলিশ সদর দফতরে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, জামায়াত শিবিরের নাশকতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সতর্ক থাকতে রাজধানী ঢাকাসহ সারা দেশের পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

দলের আমিরসহ নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেওয়ার প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। তবে পুলিশ বলছে, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ও নাশকতা পাঁয়তারার লক্ষ্যে গোপন বৈঠক করার সময় জামায়াত নেতাদের গ্রেপ্তার করা হয়।

সর্বাধিক পঠিত