• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিব ও ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম মাসুম

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ২০:১৮ | আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ২০:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান। একইসঙ্গে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল করা হয়েছে মাওলানা এটিএম মাসুমকে। সংগঠনটির আমিরসহ শীর্ষ ৩ নেতাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতে দলটির প্রচার বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।   

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ এবং সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে গত ৯ অক্টোবর রাতে গ্রেপ্তার করার পরিপ্রেক্ষিতে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানকে সংগঠনের ভারপ্রাপ্ত আমির এবং সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল নিযুক্ত করা হয়েছে।

আরো পড়ুন: জামায়াত আমির-সেক্রেটারি রিমান্ডে​

বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের হরতাল​

সর্বাধিক পঠিত