• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ছাত্র-ছাত্রীদের জন্য কিস্তিতে ডেল ও এইচপির ল্যাপটপ

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৬:২৮
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট

ডেল ও এইচপির সহযোগিতায় স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য ‘সবার জন্য ল্যাপটপ’ কর্মসূচী চালু করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। আজ থেকে এই কর্মসূচীর আওতায় দেশের ৩৭৭টি সিঙ্গার আউটলেটে শিক্ষার্থীরা সাশ্রয়ীমূল্যে ও সহজ কিস্তির মাধ্যমে উন্নতমানের ডেল ও এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ কিনতে পারবেন।
 
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। সিঙ্গার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম এইচ এম ফাইরোজ, মার্কেটিং ডিরেক্টর ভাজিরা তেন্নাকুন, এইচপি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসাইন ভূঁইয়া এবং ডেল বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সারোয়ার চৌধুরী কর্মসূচীর উদ্বোধন করেন।

সিঙ্গার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জানান, সহজ মাসিক কিস্তিতে ৮ মাস পর্যন্ত কোন সুদ ছাড়াই ডেল ও এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ কিনতে পারবেন শিক্ষার্থীরা।

সর্বাধিক পঠিত