• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নিখোঁজের ২৬ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার, আটক ৩

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৭, ১২:৩৮
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট

নিখোঁজের ২৬ দিন পর গাজীপুরের কাশিমপুর বাগবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে সাইদুল ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ভাই সাইফুল ইসলামসহ মনির ও হাসান নামের আরো দু’জনকে আটক করা হয়েছে। বুধবার সকালে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাইদুল ইসলাম মহানগরের শৈলডুবি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. হারুন অর রশীদ জানান, কাশিমপুর এলাকায় লেখাপড়ার পাশাপাশি ইয়াবা বড়ি বিক্রি করতো নিহত সাইদুল ইসলাম। তার কাছে এক হাজার পিস ইয়াবা আছে এমন তথ্য পেয়ে গত ৮ সেপ্টেম্বর মোবাইল ফোনে তাকে বাগবাড়ি এলাকায় ডেকে নেয় হাসান। এক পর্যায়ে ইয়াবা নিয়ে বাক-বিতন্ডার জেরে সাইদুলকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে মরদেহ জঙ্গলে ফেলে দেয় বলে জানায় অভিযুক্তরা।

এ ঘটনায় দু’দিন পর নিহত সাইদুল ইসলামের খালাতো ভাই আবু বকর সিদ্দিক জয়দেবপুর থানায় সাইদুল নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে পুলিশ ঘটনার তদন্তে করে অভিযুক্ত হাসানকে আটক করে। পরে তার তথ্যের ভিত্তিতে বুধবার সকালে বাগবাড়ি এলাকায় একটি জঙ্গল থেকে সাইদুলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম ও মনিরকে আটক করা হয়। 

মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সর্বাধিক পঠিত