• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নিরাপত্তা নিশ্চিতে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশ:  ২১ নভেম্বর ২০২৩, ১১:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দেশজুড়ে চলমান সংঘাতে ব্যাংকগুলোতে আরও নিরাপত্তা নিশ্চিতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলমান হরতাল ও অবরোধ কর্মসূচি চলাকালে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে ব্যাংকের স্থাপনা ও জানমালের নিরাপত্তায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে এ নির্দেশনা দেওয়া হয়।
যেখানে বলা হয়, ব্যাংকগুলোকে স্থাপনা ও জানমালের নিরাপত্তায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২০১৫ সালের জুলাইয়ের সার্কুলার মেনে চলার নির্দেশনা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে- ব্যাংক, শাখা ও উপশাখার ঢোকার পথ, ভেতরে ও চারদিকে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখতে হবে।

সার্কুলারে বলা হয়, ব্যাংকের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত/স্থাপিতব্য সিসিটিভি/আইপি ক্যামেরা/স্পাই ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ প্রয়োজনে পুলিশ সদস্যরা যাতে পেতে পারেন সে ব্যবস্থা ব্যাংককে গ্রহণ করতে হবে। প্রসঙ্গত, ২০১৫ সালের এ সংক্রান্ত সার্কুলারে বলা হয়েছিল, ব্যাংক শাখার প্রবেশ পথে, শাখার অভ্যন্তরে, শাখার বাইরে চতুর্দিকে এবং সব ধরনের আইটি রুমে প্রয়োজনীয়সংখ্যক সিসিটিভি/আইপি ক্যামেরা/স্পাই ক্যামেরা স্থাপন করতে হবে। বিভিন্ন ক্যামেরায় ধারণ হওয়া ভিডিও ফুটেজ ন্যূনতম এক বছর সংরক্ষণ করার কথাও বলা হয়।