কচুয়ার ডুমুরিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরি

 
            
             কচুয়ায় ইসলামী এজেন্ট ব্যাংকে জানালার গ্রীল কেটে দুর্ধর্ষভাবে ১০ লাখ টাকা চুরি হয়েছে। ৭ জুন সোমবার রাতে উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া বাজারের কুয়েত শপিং সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। চোরের দল কার্যালয়ের পূর্ব পাশের জানালার গ্রীলের কিছু অংশ কেটে ভেতরে প্রবেশ করে ভোল্টের দরজা ভেঙ্গে ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার সময় ব্যাংকের অফিস সহকারী জান্নাতুল ফেরদাউস অফিসের তালা খুলে ভেতরে প্রবেশ করে জানালার গ্রীল কাটা, ভোল্টের দরজা ভাঙ্গা ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক দেখতে না পেয়ে এজেন্ট মোঃ আব্দুল্লাহ আল মামুনকে জানান। তিনি আরও বলেন, আমার ধারণা চোরের দল জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে প্রথমে সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নেয়। তারপর ভোল্টের দরজা ও তালা ভেঙ্গে ভোল্টে রক্ষিত নগদ ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
মোঃ আবদুল্লাহ আল মামুন থানা পুলিশকে সংবাদ দিলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সিআইডি চাঁদপুরের সাত সদস্যের একটি টিম বিষয়টি তদন্তের জন্যে ঘটনাস্থলে পৌঁছে।
কচুয়া থানার ওসি মহিউদ্দিন জানান, সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি ও ক্রাইমসিন টিম। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 
				