• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মহামায়ায় ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এজেন্ট শাখার উদ্বোধন

প্রকাশ:  ৩১ জানুয়ারি ২০১৯, ১০:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের মহামায়া এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার ৩০ জানুয়ারি দুপুর ১টায় ফিতা কেটে এ শাখার উদ্বোধন করেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এন্ড মোবাইল ব্যাংকিংয়ের ভাইস প্রেসিডেন্ট ফরিদুর রহমান জালাল। সেই সাথে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। উদ্বোধন উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এন্ড মোবাইল ব্যাংকিংয়ের ভাইস প্রেসিডেন্ট ফরিদুর রহমান জালাল বলেন, আমরা বাংলাদেশ সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন করতে দেশের প্রতিটি মানুষের হাতের নাগালে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং চালু করেছি। আমাদের সারা দেশে ১৭৮টি শাখা এবং ২২টি এজেন্ট শাখা গ্রাহক সেবা দিয়ে আসছে। সারাদেশে ইসলামী শরীয়াহ্ভিত্তিক এ ব্যাংকটি পরিচালনা করে আসছি। আজ আমরা চাঁদপুরের মহামায়া বাজারে ২৩তম এজেন্ট শাখার উদ্বোধন করতে যাচ্ছি। ব্যাংকের এ এজেন্ট শাখাটি এলাকার মানুষদের যথেষ্ট উপকারে আসবে।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
    ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড চাঁদপুর শাখার ব্যবস্থাপক মোঃ বিল্লাল হোসেনের সভাপ্রধানে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদ, মহামায়া শাফি মাফি ক্যাবল টিভি নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠানটির এজেন্ট এএসএম ফারুক আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ কামাল হাজী ও শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন বেপারী। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোঃ সামিউল হক ও মহামায়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন রনির যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোঃ কাউছার আলম, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সহ-সভাপতি জিএম শাহীন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সময় টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, এনটিভির চাঁদপুর প্রতিনিধি হাবীবুর রহমান, একাত্তর টিভির চাঁদপুর প্রতিনিধি কাদের পলাশ, ডিবিসি নিউজের চাঁদপুর প্রতিনিধি তালহা জুবায়ের, মাইটিভির চাঁদপুর প্রতিনিধি মুনওয়ার কানন, মোহনা টিভির চাঁদপুর প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, বৈশাখী টিভির চাঁদপুর প্রতিনিধি ওয়াদুদ রানা, বাংলা টিভির চাঁদপুর প্রতিনিধি কামরুজ্জামান টুটুল, মহামায়া বাজারের ব্যবসায়ী, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ঐতিহ্যবাহী আল জামেয়াতুল ইসলামীয়া শামছুল উলুম মহামায়া মাদ্রার ছাত্র হাফেজ মোঃ রাকিবুল ইসলাম।

        

 

সর্বাধিক পঠিত