• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ ঘোষণা হবে নতুন মুদ্রানীতি

প্রকাশ:  ৩০ জানুয়ারি ২০১৯, ১২:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চলতি অর্থবছরের শেষার্ধের (জানুয়ারি-জুন) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে বুধবার (৩০) ডিসেম্বর।

সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর ফজলে কবির।

মূল্যস্ফীতি সংযত রেখে বিনিয়োগবান্ধব গতানুগতিক মুদ্রানীতি ঘোষণা করা হবে বলে জানা যায়।

সূত্র জানায়, চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতির অধিকাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তাই দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে লক্ষ্যমাত্রাগুলো সামন্য পরিমাণ কমানো হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে অপরিবর্তিত থাকবে।

চলতি ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধির ৭ দশমিক ৮০ শতাংশ লক্ষ্যমাত্রা প্রথমার্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছিল ১৬ দশমিক ৮ শতাংশ। তবে তারল্য সংকট ও নির্বাচনের কারণে এ লক্ষ্য অর্জিত হয়নি।

ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ বেড়েছে ১৩ দশমিক ২ শতাংশ, যা গত ৪ বছরের মধ্যে সর্বনিম্ন। বাজারে টাকার সরবারহ বাড়ানোর লক্ষ্যমাত্রা ছিল ১০ দশমিক ২ শতাংশ।

কিন্তু অর্জন হয়েছে এর চেয়ে কম ৯ দশমিক ৪১ শতাংশ। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৬ দশমিক ৮ শতাংশ থেকে পয়েন্ট ১ বা ২ শতাংশ কমানো হতে পারে।

সর্বাধিক পঠিত