• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বাবুরহাট বিসিকে ইয়র্ক ফ্যাশন গার্মেন্টস পরিদর্শন করলেন বিদেশি ক্রেতারা

প্রকাশ:  ১০ নভেম্বর ২০১৮, ১২:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের একমাত্র শতভাগ রপ্তানীমুখী গার্মেন্টস ফ্যাক্টরী ইয়র্ক ফ্যাশন বিদেশী ক্রেতারা (বায়াররা) পরিদর্শন করেছেন। ইয়র্ক ফ্যাশন লিঃ একোর্ড-এর সনদপ্রাপ্ত একটি কমপ্লায়েন্স ফ্যাক্টরী। গত বৃহস্পতিবার সকাল ১১টায় বায়াররা হেলিকপ্টারযোগে চাঁদপুরে আসেন এবং বাবুরহাটস্থ বিসিক শিল্পনগরীতে অবস্থিত ইয়র্ক ফ্যাশন গার্মেন্টস্ পরিদর্শন করেন। এ সময় বায়ারদের মধ্যে উপস্থিত ছিলেন হংকংয়ের এলএফ চেন্নাইয়েল সার্ভিস-এর ভাইস প্রেসিডেন্ট টম লেন ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সেলিম খান। টম লেন ফ্যাক্টরী পরিদর্শন করে ফ্যাক্টরীর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। মি. টম-এর সাথে সফরসঙ্গী ছিলেন আশিকুর রহমান এবং লি এন্ড ফাং লিঃ-এর পক্ষে সফরসঙ্গী ছিলেন এ কে এম আক্তারুজ্জামান, টেকনিক্যাল এন্ড কমপ্লায়েন্স ডেভলপমেন্ট এস আর কো অর্ডিনেটর এসএম সুমন ও এস আর মার্চেন্ডাইজার আব্দুল কাদের। ফ্যাক্টরী পরিদর্শনে সহযোগিতা করেন ম্যানেজার জহির হোসেন খান মিলন ও ইঞ্জিনিয়ার ওয়াহিদুল ইসলামসহ কর্মকর্তাবৃন্দ।

 

সর্বাধিক পঠিত