• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ব্যাংকগুলোতে গ্রাহকদের উপচেপড়া ভিড়, অনেক শাখায় নগদ টাকা সঙ্কট

প্রকাশ:  ২০ আগস্ট ২০১৮, ০৮:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কোরবানির ঈদকে সামনে রেখে গতকাল রোববার চাঁদপুরের শাখা ব্যাংকগুলোতে টাকা উত্তোলনের জন্যে গ্রাহকদের ছিলো উপচেপড়া ভিড়। অতিরিক্ত চাপে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের হিমশিম খেতে হয়েছে। অনেক শাখা ব্যাংকে নগদ টাকা প্রদানে সঙ্কটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন গ্রাহকরা। চাহিদা অনুযায়ী টাকা উত্তোলন করতে পারেননি তারা। এক ব্যাংকের শাখা ব্যবস্থাপক জানান, ঈদের আগের দু’দিন দেশের সব ব্যাংকেই নগদ টাকার সঙ্কট হয়ে থাকে। ইসলামী ব্যাংক চাঁদপুর শাখার ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান জানান, আমাদের শাখায় এমনিতেই গ্রাহকদের ভিড় হয়। ঈদকে সামনে রেখে গ্রাহকের চাহিদার কারণে ভিড় আরও বেড়ে যায়। তবে আমরা ধৈর্যের সাথে গ্রাহকদের সন্তুষ্ট করার চেষ্টা করছি।     

সর্বাধিক পঠিত