• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বাংলাদেশে কোটি ডলার বিনিয়োগ করবে চীন

প্রকাশ:  ১৪ ডিসেম্বর ২০১৭, ১৭:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশে ২৩০ কোটি ডলার বিনিয়োগ করবে চীনের ইউনান ইউংগল ওভারসীজ ইনভেস্টমেন্ট কোম্পানি।
বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজার সাথে সমঝোতা চুক্তি সই করে কোম্পানিটি। তবে কোম্পানিটি এই বিনিয়োগ করবে ইস্পাত খাতে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি'র প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ জানান, সংসদের আগামী অধিবেশনে ওয়ান স্টপ সার্ভিস আইন পাস হতে পারে। সেক্ষেত্রে একজায়গাতেই বিনিয়োগ সংশ্লিষ্ট সব সেবা পাবেন উদ্যোক্তারা।চীনের কোম্পানির সাথে যৌথ উদ্যোগে যুক্ত হয়েছে দেশীয় ১৭ কোম্পানির সমন্বয়ে গঠিত স্টার কনসোর্টিয়াম। আগামী ৬ থেকে ১০ মাসের মধ্যে মহেশখালী এবং মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করা হবে।বোর্ডের ভাইস চেয়ারম্যান ডু লুজুন এর নেতৃত্বে কেআইএসসি গ্রুপের একটি উচ্চ পর্যায়ের ৭ সদস্য প্রতিনিধিদল এবং চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের ৩ সদস্যের প্রতিনিধিদল এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং, বিজিএমইএর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, স্টার কনসোর্টিয়াম বাংলাদেশের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদসহ প্রমুখ।সুত্রঃআমাদের সময়