প্রতারণার ফাঁদে ১১ কোটি হারালেন প্রযুক্তিকর্মী
সম্প্রতি ডিজিটাল মাধ্যমে প্রতারণার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে টিকিট বুকিং, ই-ব্যাংকিং সব জায়গায় ফাঁদ পেতে বসে আছে সাইবার অপরাধীরা।
এদিকে ভারতে বিভিন্ন মাধ্যমে সাইবার প্রতারণা নিয়ে সতর্ক করা হয়েছে। এরপরেও সাইবার প্রতারণার শিকার হচ্ছে অনেকেই। এবার বেঙ্গালুরুর এক প্রযুক্তিকর্মী সাইবার প্রতারণার শিকার হয়ে ১১ কোটি টাকা হারিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারণার শিকার হয়েছেন বিজয় কুমার নামের এক প্রযুক্তিকর্মী। এ বিষয়ে অভিযুক্ত প্রতারক বিজয়কে বলেন, শেয়ার বাজারে তার ৫০ লাখ টাকার বিনিয়োগ রয়েছে।
সেই বিনিয়োগ যে বেড়ে ১২ কোটি হয়েছে। এরপরই পুলিশ, কাস্টমস এবং ইডি আধিকারিক পরিচয় দিয়ে এক মাস থেকে বিজয় কুমারকে ফোন করতে থাকে প্রতারকেরা। এরপর গ্রেপ্তারের ভয় দেখায়।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, চাপে পড়ে জালিয়াতদের নিজের আধার, প্যান এবং কেওয়াইসি তথ্য দেন বিজয়। এই সুযোগে নয়টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১১ কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। যদিও এক সময় ওই তরুণ বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এরপর পুলিশে অভিযোগ জানান তিনি।
ঘটনার তদন্তে এলাহাবাদের একটি ব্যাংক অ্যাকাউন্টে ৭ কোটি ৫০ লাখ টাকা চিহ্নিত করে সাইবার অপরাধ বিভাগের পুলিশ। তদন্তে সূত্রে সুরাটে পৌঁছান তদন্তকারীরা। জানা যায়, অন্যতম অভিযুক্ত ধাবাল শাহ বাকি টাকা দিয়ে সোনা কিনেছেন।
ধাবালকে জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতারক চক্রটি পরিচালিত হয় দুবাই থেকে। তাদের কথা মত কাজ করে দেড় কোটি টাকা কমিশন পেয়েছে সে। সোনা দিয়েছে ‘নীল ভাই’ নামের এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে।