• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম কর্মশালা

প্রকাশ:  ২১ মার্চ ২০১৯, ০৯:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলায় বুধবার শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্প জিওবি খাতের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে জেলা তথ্য অফিস কর্মশালার আয়োজন করে।
    কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপ্রধানে ও সহকারী জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ আকলিমা জাহান, অধ্যক্ষ শহিদুল ইসলাম, সাংবাদিক শামসুজ্জামান ডলার, গোলাম নবী খোকন, জাকির হোসেন বাদশা, প্রভাষক আলাল উদ্দিন, প্রধান শিক্ষক বেনজির আহমেদ, গ্রাম আদালতের সমন¦য়কারী সগির আহমেদ সরকার, জনপ্রতিনিধি আমেনা জসিম, শহীদ উল্যাহ প্রমুখ।
    পরিবেশ, স্যানিটেশন, জন্মনিবন্ধন, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, বাল্যবিবাহ, মাদক, জঙ্গিবাদ, অটিজম, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ইত্যাদি বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালায় আলোচনা হয়।