• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বৃষ্টি যেন এক রহস্যময় নারী

প্রকাশ:  ১০ জুলাই ২০১৮, ১৯:২৭ | আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৯:৩১
রিয়া ইসলাম
প্রিন্ট


ঝিরঝির বৃষ্টি। এ যেন আনন্দ উৎসব। চারদিকে সবুজ আর সতেজতা। বৃষ্টির স্পর্শে সবকিছু যেন আরো প্রাণবন্ত হয়ে উঠে। মনের ভেতর থেকে কোনো এক বাউল গান গেয়ে যায়। মনে হয় অবসরে কাটাই কিছু সময়। আহারেও চাই ভিন্নতা। মনেও লেগে যায় শ্রাবণের রঙ।

কথা হয় শিক্ষার্থী তাহসিনা ইসলামের সাথে। তিনি বলেন, বৃষ্টি মানেই ভিন্ন কিছু। বৃষ্টির দিন মানেই অফুরন্ত অবসর। মন যেনো উড়ে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায় প্রকৃতিতে। কাজে মন বসে না। এ এক অনন্য অনুভূতি।

গৃহিণী সাম্মী রহমান বলেন, বৃষ্টি এলেই রান্নাবান্নায় একটু ব্যতিক্রমী ছোঁয়া লাগানো চাই-ই, চাই। এক্ষেত্রে ইলিশ খিচুড়ি যেনো সবার পছন্দ।

একটি বেসরকারি ব্যাংকে কাজ করেন রতন মাহমুদ। তিনি বলেন, ঝুম ঝুম বৃষ্টি নামলে অলস সময় কাটাতে ইচ্ছে করে। কিন্তু অবসর আর পাবো কই। অফিসের কারণে বৃষ্টি উপভোগ করতে পারি না।

ফ্যাশন ডিজাইনার নীলা পারভীন হক বলেন,  বৃষ্টিকে ঘিরে ফ্যাশন সচেতনদের ভাবনা রয়েছে। ফ্যাশন হাউজগুলো বর্ষার সাথে মিল রেখে পোশাক তৈরি করে থাকে।

কলেজ শিক্ষক ইমাম হাসান বলেন, প্রকৃতিতে পরিবর্তন আসছে। ফলে বৃষ্টির আসা-যাওয়াতেও পরিবর্তন এসেছে। তিনি মনে করেন, গ্রামেই বৃষ্টি উপভোগ্য। শহরে বৃষ্টি ওইভাবে উপভোগ করা যায় না।

বৃষ্টি নিয়ে এমন কথা নানা মানুষের মনেই ঘুরপাক খায়। তবু বৃষ্টির রহস্য কমে না। বৃষ্টি যেন রহস্যময়ী এক নারী।

 

সূত্র : দশরঙ

সর্বাধিক পঠিত