• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অষ্টম শ্রেণি পাসেই বিমানবাহিনীতে কাজের সুযোগ

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৭, ১৫:৪১
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট

বাংলাদেশ বিমানবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাহিনীটিতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি) পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। বিবাহিত/অবিবাহিত পুরুষরাই কেবল আবেদন করতে পারবেন।

পদের নাম: মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি)।

যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি/জেএসসি/জেডিসি সমমান উত্তীর্ণ হতে হবে। বিআরটিএ কর্তৃক বৈধ পেশাদার (হালকা/ভারী) ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। ন্যূনতম তিন বছরের গাড়ি চালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির বয়স সর্বনিম্ন ২১ বছর ও সর্বোচ্চ ৩৫ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ২২ হাজার ৫০০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা স্বহস্তে আবেদনপত্র পূরণ করে অফিস চলাকালের মধ্যে (বিকেল ৪.৩০) ডাকযোগে ‘অধিনায়ক বিমানবাহিনী রেকর্ড অফিস, টার্মিনাল ভবন, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫’ এই ঠিকানায় পৌঁছাতে হবে।

আবেদনের সময়সীমা: আগামী ১৫ অক্টোবর, ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে।

 

 

সূত্র : বিডিজবস ডটকম

সর্বাধিক পঠিত