• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

করোনায় আক্রান্ত হয়ে আমেরিকা প্রবাসী চাঁদপুরের ওসমান গণির মৃত্যু

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

করোনায় আক্রান্ত হয়ে আমেরিকা প্রবাসী চাঁদপুর শহরের কাঁচা কলোনী ওসমান গণির মৃত্যু হয়েছে (ইন্না...রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর। ২০০৯ সালে তিনি আমেরিকা যাওয়ার আগপর্যন্ত চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ওসমান গণি গত ১৪ জানুয়ারি করোনার আক্রান্ত হয়ে আমেরিকার পেনসিলভানিয়ার একটি হাসপাতালে ভর্তি হন। প্রায় একমাস আইসিওতে চিকিৎসাধীন থাকাবস্থায় গতকাল ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত নয়টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা হলেও পিতার কর্মস্থল সূত্রে ওসমান গণির জন্ম এবং বেড়ে উঠা ছিল চাঁদপুর শহরের কাঁচা কলোনীতে। তার পিতা মরহুম সেকান্দার আলী মাস্টারও ছিল উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার ভাই মোঃ ওমর ফারুক বর্তমানে শহরের কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মৃত্যুকালে তিনি এক মেয়ে, স্ত্রী, মা ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওসমান গণির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।