• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

আদালতে হাজির হলেন পরীমণি

প্রকাশ:  ২৭ মে ২০২৫, ১৩:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মামলায় জবানবন্দি দিতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বেলা ১১টা ১৫ মিনিটে আদালতে উপস্থিত হন অভিনেত্রী।২০২১ সালে বোট ক্লাবে পরীমণিকে মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এ মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে।

আজ সোমবার (২৬ জুন) সেখানেই জবানবন্দি দিতে হাজির হয়েছেন পরীমণি। পরীর দায়ের করা মামলায় বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর পরী তার বন্ধু-বান্ধবদের নিয়ে বোটক্লাবে ঢুকলে সেখানকার সভাপতি ব্যবসায়ী নাসির ও তার সহযোগী শাহ শহিদুল আলম তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করেন।  এ ঘটনার ৫ দিন পর ২০২১ সালের ১৪ জুন ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমণি সাভার থানায় নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও অজ্ঞাত পরিচয়ের আরও ৪ জনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অন্যদিকে ওই রাতের ঘটনায় পরীমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদও আদালতে একটি মামলা করেন। মামলায় পরীমণি ও তার সহযোগী জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও ভীতি প্রদর্শনের অভিযোগ করেন তিনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় গত জানুয়ারিতে গ্রেফতারি পরোয়ানা জারি হয় পরীমণির বিরুদ্ধে। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান অভিনেত্রী।

সর্বাধিক পঠিত