• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

স্কিল্ জব্স এবং ডিআইইউ-এর সাথে বিএসএইচআরএম-এর এমওইউ স্বাক্ষর

প্রকাশ:  ০৪ এপ্রিল ২০১৯, ১৩:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দেশের শীর্ষস্থানীয় ক্যারিয়ার পোর্টাল ‘স্কিল জব্স’ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের সবচেয়ে বড় এইচআর ফোরাম, বাংলাদেশ সোসাইটি ফর হিউমান রিসোর্স ম্যানেজমেন্ট-এর মধ্যে সমঝোতা স্মারক ২৭ মার্চ ড্যাফোডিল ফ্যামিলির কর্পোরেট অফিসে স্বাক্ষরিত হয়েছে। স্কিল জব্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং বিএসএইচআরাএম-এর প্রেসিডেন্ট মোহাম্মাদ মাশেকুর রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বিএসএইচআরএম, স্কিল্স জব্স এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভারর্সিটি দক্ষতা উন্নয়নের জন্যে এবং ¯œাতকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পেশাদারিত্ব, কর্মজীবন সম্পর্কিত ধারণা, মানবসম্পদ বিষয়ক পরামর্শ এবং দেশব্যাপী ¯œাতকদের কর্মদক্ষতা জরিপ এবং মানবসম্পদ উন্নয়নমুলক গবেষণায় এক সাথে কাজ করবে।
উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিরেক্টর অফ স্টুডেন্ট আ্যফের্য়াস সৈয়দ মিজানুর রহমান, ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টার (সিডিসি)-এর পরিচালক আবু তাহের খান, ড্যাফোডিল ইন্টারন্যশনাল কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম (অবঃ)  এইচআরডিআই-এর ভারপ্রাপ্ত প্রধান মিস রোজ মেরী, বিএসডিআই-এর উপদেষ্টা কেএম হাসান রিপন, স্কিল জব্স-এর ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন বাদশাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।
আজ চাঁদপুর সহকারী আইনজীবী সমিতির নির্বাচন
আদালত প্রতিবেদক ॥ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে চাঁদপুর সহকারী আইনজীবী সমিতির নির্বাচন। জেলা আইনজীবী সমিতি ভবনের ২য় তলায় বেলা ১২টা হতে ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ শাহাদাত হোসেন।
এবারের এই নির্বাচনে ১৩টি পদের জন্যে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে ৫টি পদে ৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। নির্বাচনে শাহআলম মজুমদার-শাহজাহান প্রধানীয়া ও শামছুজ্জামান পরিষদ এবং আক্তার হোসেন-মনির হোসেন মুন্সি ও আকবর হোসেন বেপারী প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। যুগ্ম সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন তমাল চন্দ্র শীল। এ নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছে ২৮৫ জন।  

 

সর্বাধিক পঠিত