এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিন চাঁদপুর জেলায় অনুপস্থিত ১৭৭
গতকাল ২ ফেব্রুয়ারি শনিবার থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। চাঁদপুর জেলায় পরীক্ষার প্রথমদিন শান্তিপূর্ণভাবেই অতিবাহিত হয়েছে। কোথাও কোনো বহিষ্কার বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চাঁদপুর জেলায় ২০১৮ সালের তুলনায় এ বছর ৩টি পরীক্ষা কেন্দ্র এবং ৪ হাজার ১শ’ ২৭ জন পরীক্ষার্থী বেড়েছে। এ বছর পুরো জেলায় ৭০টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ৩৯ হাজার ৯শ’ ৭২ জন।
জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা যায়, গতকাল পরীক্ষার প্রথমদিন ১শ’ ৭৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এর মধ্যে এসএসসিতে ১শ’, দাখিলে ৭৩ ও এসএসসি ভোকেশনালে ৪ জন। সকাল ১১টায় জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও বাবুরহাট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।