মেহের ডিগ্রি কলেজে এ বছর থেকেই অনার্স কোর্স চালু হচ্ছে
শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু হচ্ছে এ বছরেই। জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃক ইতিমধ্যে অনুমোদনপত্র পাওয়া গেছে। গত ১৫ নভেম্বর জাতীয় বিশ^বিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ড. মোঃ মনিরুজ্জামান স্বাক্ষরিত অনুমোদনপত্র গ্রহণ করেন মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অনার্স হিসাববিজ্ঞান বিষয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান জানান, আমরা হিসাববিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু করার অনুমোদন পেয়েছি। অনুমোদন পাওয়ার পর ভর্তি কার্যক্রম হাতে নিয়েছি। কলেজে অনার্স কোর্স চালু হওয়ায় আমরা আনন্দিত। অত্র এলাকার শিক্ষার্থীদের জন্যে এটি একটি আনন্দের সংবাদ তারা নিজ এলাকায় থেকে ¯œাতক (সম্মান) সমাপ্ত করতে পারবে। কলেজে অনার্স কোর্স চালু হওয়ায় আমি আমাদের স্থানীয় সংসদ সদস্য মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ওনার ডিও লেটারের কারণে এ অনুমোদন পাওয়া গিয়েছে।
কলেজে অনার্স কোর্স চালু হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। আগামীতে শুধু একটি বিষয় নয়, আরো কয়েকটি বিষয়ে অনার্স কোর্স চালু হওয়ার দাবি জানায় এলাকাবাসী।
শাহরাস্তি উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ মেহের ডিগ্রি কলেজ। ১৯৭২ সালে এ কলেজটি স্থাপিত হয়। ১৯৮৮ সালে এ কলেজটি ডিগ্রির অনুমতি লাভ করে। বর্তমানে কলেজে শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় হাজার।