• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মাভাবিপ্রবি’র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৭, ১৩:৫৪
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।

এবারো নির্ধারিত দিনে প্রতিষ্ঠাবার্ষিকীর কোনো কর্মসূচি উদযাপন করা হচ্ছে না বলে জানা গেছে। তবে আগামী ২৪ অক্টোবর মঙ্গলবার জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, কেক কাটা ও আনন্দ র‌্যালি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রিতি ফুটবল খেলাসহ নানা কর্মসূচি উদযাপন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানের কারণে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানও নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. ইকবাল মাহমুদ বলেন, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি। এদিকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার কারণে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি খুবই কম হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সেমিস্টারের ক্লাস শুরু হবে আগামী ১৫ অক্টোবর। ক্লাস শুরু হলে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বাড়বে। তাই আগামী ২৪ অক্টোবর সকল বিভাগের সকল শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১২-ই অক্টোবর বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর আধুনিক ও মানসম্মত উচ্চ শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আমৃত্যু সংগ্রামের চারণভূমি টাংগাইল জেলার সন্তোষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২০০১ সালের ১২ জুলাই জাতীয় সংসদে এই বিশ্ববিদ্যালয়ের আইন পাশ হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০০৩ সালের ২৫ অক্টোবর।

সর্বাধিক পঠিত