মতলবে মাদক ব্যবসায়ীর হামলায় দুই ভাই আহত


চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাদকবিরোধী প্রচারণাকে কেন্দ্র করে রক্তাক্তের ঘটনা ঘটেছে। রোববার (১৭ আগস্ট ২০২৫) রাতে উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকায় মাদক ব্যবসায়ী খোরশেদ ও তার সহযোগীদের হামলায় সহোদর দুই ভাই গুরুতর আহত হন। আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ১৭ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৮টায় লাউড স্পিকারে গান চালায়। ভিকটিম নাছির এশার নামাজ আদায় করে পাটওয়ারি স্থানীয় ফার্মেসীতে বসে ফার্মাসিস্টের সাথে উচ্চ আওয়াজে স্পিকার বাজানোর কারনে মসজিদে মুসল্লিদের ব্যত্যয় ঘটবে বলে মন্তব্য করেন। পাশের দোকান থেকে প্রথমে রাসেল ফার্মেসীতে ঢুকে নাছিরকে মারধর শুরু করলে খোরশেদ, তার ছোট ভাই পগু, তার ছেলে শান্ত ও ভাগিণা নাঈম মিলে নাসির মিজি ও বড় ভাই জয়নাল মিজির ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয়।
স্থানীয় লোকজন নাসিরমিজি ও জয়নাল মিজিকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। জয়নাল মিজির অবস্থা আশঙ্কা জনক হওয়ায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়। এলাকাবাসীর অভিযোগ, খোরশেদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে এবং এর আগেও একাধিকবার সাধারণ মানুষকে কুপিয়ে জখম করেছে। খোরশেদ ও তার পরিবারের সকল সদস্য মাদক কারবারের সাথে ওৎপ্রত জড়িত। কিন্তু প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে সে আরও বেপরোয়া হয়ে উঠেছে।
ভুক্তভোগী নাছির জানান- ৫ মাস পূর্বে দক্ষিণ ডিঙ্গা ভাঙ্গা বাংলা বাজারে ১৬ কেজি গাঁজাসহ খোরশেদের স্থানীয় ও কুমিল্লার ২ মাদক ব্যবসায়ীকে হাইচ গাড়িসহ আটক করে পুলিশে সোপর্দ করার ঘটনার জের ধরেই আমাকে ও আমার ভাইকে অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ও প্রাণণাশের হুমকি দিচ্ছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী জানান, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে মাদক কারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠবে।
এ বিষয়ে খোরশেদ জানান, আগের ঘটনার জের ধরে নয়, দুষ্টামির ছলে এই ঘটনা ঘটে। আর আমি আগে মাদক ব্যবসা করছি, এখন করিনা। নাছির ছেলেটা খুব খারাপ, আমাদের হাসপাতালে চিকিৎসা শেষ হলে মামলা করব।