কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনী এবং স্বাস্থ্য সহায়তা সেলের চাঁদপুর জেলার দায়িত্বে অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন


কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনী এবং স্বাস্থ্য সহায়তা সেলের চাঁদপুর জেলার দায়িত্বে অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন। গত ১৬ মার্চ বিএনপি কেন্দ্রীয় কমিটি গঠিত ও অনুমোদিত দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যায় ঘটনায় তথ্য সংগ্রহ নিপীড়িত নারী শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য নির্যাতিত নারী ও শিশুদের আইন ও স্বাস্থ্য সহায়তা সেল গঠন করা হয়। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে চাঁদপুর সাংগঠনিক জেলায় এডভোকেট শরিফ মাহমুদ ফেরদৌস শাহীন এর নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, সম্প্রতি মাগুরায় বোনের শশুর বাড়িতে বোনের শশুর কর্তৃক ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ, ধর্ষণ করার পর কয়েকদিন চিকিৎসারত থেকে মৃত্যুবরণ করেন। এই মর্মান্তিক ঘটনায় সারা জাতির চোখ অশ্রুসজল। 'মানুষের সমবেত ধ্বনি ন্যায় বিচার নিশ্চিত করা, কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পেতে থাকবে। আইনের শাসনের শক্ত কাঠামো তৈরী করা হলেই ন্যায় বিচার নিশ্চিত হবে। প্রশাসন যোগ্য, দক্ষ, ন্যায়পরায়ণ, সৎ ও মানবিক না হলে সমাজে অন্যায়-অবিচার এবং খুন, জখম, নারী ও শিশু নির্যাতনের প্রকোপ জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে। অবিলম্বে সত্যিকার অর্থে আইনের শাসন বলবৎ করে সমাজে প্রকৃত দুঃস্কৃতিকারীদের শাস্তি নিশ্চিত করা হোক। আমরা আবারও জোরালো দাবি করছি, ধর্ষনে নির্যাতিত শিশু আছিয়ার মৃত্যুতে হত্যাকারীদের ধৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা জন্য এ কমিটি গঠন করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশব্যাপী (৮৪টি সাংগঠনিক রাজনৈতিক জেলা) নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ এবং “নিপীড়িত নারী ও শিশুদের আইনী এবং স্বাস্থ্য সহায়তা সেল” গঠন করা হয়েছে। উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এবং স্বাস্থ্য ও সমাজসেবা বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম প্রমুখ।