• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টায় আটক ৩

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলার মতলব উত্তরে গোয়েন্দা সংস্থার (ডিবি) সদস্য পরিচয়ে উপজেলার ঠাকুরপাড়া গ্রামে ডাকাতির চেষ্টা করা হয়। এ সময় ৩ জনকে আটক ও ১টি মিনি ট্রাক আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। মতলব উত্তর থানার এসআই দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স তাদের আটক করে থানায় নিয়ে যান। শনিবার (১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটি।

খবিরের স্ত্রী কোহিনুর জানান, ঘটনার দিন সকালে একটি নীল রংয়ের মিনি ট্রাকে ডিবি পরিচয়ে সংঘবদ্ধ চক্র খবির উদ্দিনের বাড়ীতে প্রবেশ করে। পরিবারের লোকজনদের কাছে চাঁদপুর ডিবি কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দেন। খবির উদ্দিনের বিরুদ্ধে মামলা আছে বলে ভয়ভীতি প্রদর্শন করেন। বাড়ীর চারদিক ঘুরে বাড়ীতে থাকা গরু গুলো গাড়ীতে উঠাতে বলেন। বাড়ীর লোকজন কোন কথা  বলার পূর্বেই গরু গাড়ীতে উঠালে প্রতিবেশী আফজাল তাদের কথাবার্তায় রহস্যজনক মনে করে তাদের আটক করেন। তাহার নিষেধে আটককৃতরা কর্ণপাত না করে গাড়ী চালিয়ে নিয়ে আসেন। পুনরায় ফরাজীকান্দি পরিষদ সংলগ্ন এলাকায় আসলে পুনরায় নুরুল কবির নামে একজন আবারো গাড়ী আটক করে আমিরাবাদ বাজারে নিয়ে যান। সেখানে আসল ঘটনার রহস্য উদঘাটন হয়। পরে জানা যায়, উল্লেখিত খবির উদ্দিনের কাছে পাওনা টাকা উদ্ধারের লক্ষে একটি অভিযোগ দায়েরসহ এ অপকৌশল গ্রহণ করে আটককৃতরা।
আটককৃতরা হলেন উত্তর বাইস পুর গ্রামের ফকির চাঁনের ছেলে হাজী কবির (৪৫), গজরা কৃষ্ণপুর গ্রামের মিজান গাজীর ছেলে গোলাম রাব্বী (২৫), চাপাইনবাব গঞ্জের শওকত আকবরের ছেলে সাদ্দাম (৩৪)। এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, অভিযোগ পেলে আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত