ইনার হুইল ক্লাব চাঁদপুর সেন্ট্রালের শীতবস্ত্র বিতরণ
শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় মানুষের কাছে সর্বনাশই। কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ। বরাবরের মতো এবারও এসব অসহায় ও দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে চাঁদপুর রোটারী ভবনে শতাধিক কম্বল বিতরণ করা হয়। ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত পথশিশু ও অসহায় দুস্থ মানুষের হাতে কম্বল বিতরণ করেন সভাপতি নাসরিন আক্তারসহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মাহমুদা খানম, তাসলিমা সুলতানা মুন্নী, আইপিপি মিতু আক্তার, ভাইস প্রেসিডেন্ট রওশন আক্তার, এডিটর ফৌজিয়া হোসেন পুতুল সদস্য মনজু ঘোষ প্রমুখ।