• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর পৌর,সদর ও হাইমচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০২৫, ১০:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌর ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঘোষণা করা হয়েছে হাইমচর উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি। চাঁদপুর  জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক  ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে আগের কমিটিগুলো বিলুপ্ত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক  কমিটিতে মো. আক্তার হোসেন মাঝিকে আহ্বায়ক ও অ্যাড. হারুনুর রশীদকে সদস্য সচিব করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে মো. শাহজালাল মিশনকে আহ্বায়ক ও অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানকে সদস্য সচিব করা হয়েছে। হাইমচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে মো. আমিন উল্যাহ বেপারীকে আহ্বায়ক ও মো. মাজহারুল ইসলাম শফিককে সদস্য সচিব করা হয়েছে। উক্ত আহবায়ক কমিটি আগামী ২৮/০২/২০২৫ তারিখের মধ্যে এই একটি পৌরসভা ও দুটি উপজেলা বিএনপির অধীনস্থ প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন পূর্বক আগামী ১০-৩-২০২৫ খ্রি. তারিখের মধ্যে উপজেলা ও পৌর কমিটির সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন বাধ্যতামূলক বলে নির্দেশনা দেওয়া হয়।

চাঁদপুর পৌর বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটি : আহ্বায়ক মোঃ আক্তার হোসেন মাঝি, যুগ্ম আহ্বায়ক মো. আফজাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আহসান উল্যাহ সেন্টু পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক আ. কাদের বেপারী, যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দীন আহমেদ পলাশ, যুগ্ম আহ্বায়ক হাজী শাহজালাল শেখ, সদস্য সচিব অ্যাড. হারুনুর রশীদ, সম্মানিত সদস্য হাজী মোশাররফ হোসাইন, নজরুল ইসলাম বেপারী, শহীদুল ইসলাম মক্কু, মোশারফ হোসেন লিটন, মজিবুর রহমান লিটন, কাজী মঈনুল হক জীবন, মো. সালাউদ্দিন সেলিম, হুমায়ুন কবির হুমা, দ্বীন মোহাম্মদ ঝিল্লু, ইমান আলী মিয়াজী, শেখ সালমান, মনিরুল ইসলাম, কবির হোসেন মিয়াজী, জোহরা আনোয়ার হীরা, নাহিদা রহমান সেতু, ফারজানা আক্তার লাকি, আনোয়ার হোসেন মানিক, অ্যাড. আক্তার হোসেন সরকার, মো. বোরহান খান, শিরিন ফারজানা আফরোজ ( রোজি), আনোয়ার হোসেন বাচ্চু, আ. শহীদ ঢালী, মফিজ মোল্লা  ও ইষিতা বেগম।
চাঁদপুর সদর উপজেলা বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটি : আহ্বায়ক মো. শাহজালাল মিশন, যুগ্ম আহ্বায়ক মো. হযরত আলী, যুগ্ম আহ্বায়ক অ্যাড. জাকির হোসেন ফয়সাল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী খাঁন, যুগ্ম আহ্বায়ক অ্যাড. তাফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, যুগ্ম আহ্বায়ক অ্যাড. জসিম মেহেদী, সদস্য সচিব অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সদস্য : আলমগীর আলম জুয়েল, একেএম ফজলুল হক সেলিম, আ.মান্নান খান, মনিরুজ্জামান মানিক, আলাউদ্দিন তালুকদার, কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, আবু তাহের মিজি খোকা, মাসুদ পারভেজ বাবু পাটোয়ারী, মো. বারেক খন্দকার, জাকির হোসেন তালুকদার, মোশারফ সিকদার, গাজী মোহাম্মদ মাসুদ রায়হান, বরকতউল্লা খান, শরীফ আহমেদ খান, শাহ নেওয়াজ সরকার মিলন, অ্যাড. আলম খান মঞ্জু, অ্যাড. শিরীন সুলতানা মুক্তা, সাহানারা বেগম শানু, নাসরিন আক্তার, ওয়াহিদা আক্তার মুন্নি, চান মিয়া চৌকিদার, আমির হোসেন গাজী ও আনিসুর রহমান পিটার।

হাইমচর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি : আহ্বায়ক মো. আমিন উল্যাহ বেপারী, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল খালেক, যুগ্ম আহ্বায়ক কাজী ইসাহাক খোকন, যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান শেখ, যুগ্ম আহ্বায়ক মো. হারুনুর রশিদ গাজী, যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন আখন, যুগ্ম আহ্বায়ক আজিজুল হক বাবুল, যুগ্ম আহ্বায়ক সরদার মোঃ আবু তাহের, সদস্য সচিব মো. মাজহারুল ইসলাম (শফিক), সম্মানিত সদস্য : এ কে এম মহিববুল্লাহ, মো. আ. কুদ্দুস মেহনতী, মো. নাসিরুদ্দিন মোল্লা, জয়নাল আবেদীন মাস্টার, সালাহ উদ্দিন হাওলাদার, মো. কামাল হোসেন বাচ্চু, মো. ওবায়েদ উল্লাহ, মো. খোরশেদ আলম চৌকিদার, মো. মনির শিকদার, মো. নজরুল হক মাষ্টার, আবুল বাশার মাঝি, নজির আহম্মেদ দেওয়ান, মো. জানাল ফাজাল, মো. মাহবুব আলম জিতু, মো. রুহুল আমিন মিজি, মো. খলিলুর রহমান মাস্টার, মো. আক্তার হোসেন হাওলাদার, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম মাঝি, মো. দিদারুল ইসলাম জমাদার ও মো. বোরহান উদ্দিন জোটন।