মতলব উত্তরে সুধীজন ও কর্মকর্তাদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায়
পারিপার্শ্বিক ঘটনা সমন্বিতভাবে মোকাবেলা করার অঙ্গীকার
বর্তমান প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলার উন্নয়নে ২৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সেনাবাহিনী কর্তৃক চলমান সমস্যা এবং কার্যকরী ব্যবস্থা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার সদরদপ্তর ৪৪ পদাতিক ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুক হাওলাদার, এএফডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন অধিনায়ক ২১ বীর; লে. কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন, পিএসসি।
মতবিনিময় সভায় বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং আশু ব্যবস্থাসহ পারিপার্শ্বিক অন্যান্য বিষয় মোকাবেলায় সকল স্তরের একসাথে কার্যক্রম ও পারস্পারিক সহায়তা প্রদান সম্পর্কে আলোচনা করা হয়। এ ধরনের মতবিনিময় সভাসহ বিভিন্ন কার্যক্রম অন্য উপজেলাতেও চলমান থাকবে। মতবিনিময় সভা সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা।
সভায় বক্তব্য রাখেন গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আঃ ছাত্তার, বেলতলি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, নিরাপদ সড়ক চাই মতলব উত্তর শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সগির আহমেদ, সুজাতপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক সজিব হোসেন পাটোয়ারী, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মোঃ ইয়াছিন, সাড়ে পাঁচানি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ, প্রভাষক রিয়াজুল ইসলাম রিয়াজ, নাজমুল হাসান প্রমুখ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।