• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের আয়োজনে

চাঁদপুরে ডায়াবেটিক সেবা দিবস পালন

প্রকাশ:  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডায়াবেটিক সেবা দিবস ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে চাঁদপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে ৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতাল প্রাঙ্গনে বিনামূল্যে রোগ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ক্যাম্পেইনে প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে ডায়াবেটিকস রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা দেয়া হয়। চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ডাঃ মোঃ আব্দুল কাদের জিলানী রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

উল্লেখ্য, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমিতি দিনটিকে ‘ডায়াবেটিস সেবা দিবস’ হিসেবে পালন করে থাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসংযোগ কর্মকর্তা নাছিমা আক্তার, সিনিয়র স্টাফ নার্স নাজমুন নাহারসহ আরো অনেকে।

সর্বাধিক পঠিত