• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ইনার হুইল ক্লাব চাঁদপুর সেন্ট্রালের কলার হস্তান্তর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন

প্রকাশ:  ০২ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ইনার হুইল ক্লাব চাঁদপুর সেন্ট্রালের কলার হস্তান্তর বৃক্ষ রোপন ও ফ্রেন্ডশীপ ডে উদযাপন করা হয়েছে। ২ সেপ্টেম্বর চাঁদপুর সাহিত্য একাডেমী মিলনায়তনে এসব অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
ক্লাব নেতৃবৃন্দ ও অতিথিদের অংশগ্রহণে ক্লাবের সাবেক সভাপতি তাসলিমা সুলতানা মুন্নীর উপস্থাপনায় কোরআন তেলাওয়াত করেন সাবেক সভাপতি মাহমুদা খানম, গীতা পাঠ করেন সদস্য প্রীতি রাণী সাহা, ইনার হুইল প্রার্থনা পাঠ করেন সেক্রেটারী আফরোজা পারভীন। বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন সেক্রেটারী আফরোজা পারভীন।

এরপর স্বাগত বক্তব্য রাখেন নবাগত সভাপতি নাছরিন আক্তার, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি মাহমুদা খানম, বিদায়ী বক্তব্য রাখেন আইপিপি মিতু আক্তার। নবাগত সভাপতি নাছরিন আক্তারকে কলার পরিয়ে ও ফুল দিয়ে বরণ করেন বিদায়ী সভাপতি মিতু আক্তারসহ সদস্যবৃন্দ এবং নবাগত সেক্রেটারী আফরোজা পারভীনকে ফুল দিয়ে বরণ করেন ক্লাবের সদস্যবৃন্দ।

নতুন বছরকে স্বাগত জানিয়ে সাহিত্য একাডেমী প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন ক্লাব সদস্যবৃন্দ। এরপর ফ্রেন্ডশীপ ডে কেক কেটে উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি তাসনুভা রহমান রহমান তন্নী, ভাইস প্রেসিডেন্ট-১ ডালিয়া খানম, ভাইস প্রেসিডেন্ট-২ রওশন আক্তার, ট্রেজারার রুবিনা মরিয়ম, আইএসও ফাহমিদা খান, সদস্য ডাঃ ইশরাত জাহান প্রমুখ।