• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কুমিল্লায় বন্যার্ত মানুষের মাঝে আশার আলো অর্গানাইজেশনের হাদিয়া বিতরণ

প্রকাশ:  ২৮ আগস্ট ২০২৪, ২০:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
কুমিল্লা নাঙ্গলকোটের বন্যার্ত মানুষের মাঝে ২৮০ পরিবারের মাঝে হাদিয়া পৌঁছে দিয়েছেন চাঁদপুর মতলবের একটি অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন - আশার আলো অর্গানাইজেশন। প্রথম ধাপে গত ২৪ আগস্ট চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বেশ কিছু ইউনিয়নে পানিবন্দী শতাধিক অসহায় মানুষের মাঝে মেডিকেল ক্যাম্প করেছিলেন আশার আলো অর্গানাইজেশন । দ্বিতীয় ধাপে ২৮০ পরিবারের হাদিয়া নিয়েগত ২৬ আগস্ট নাঙ্গলকোটের দাড়াচো, বাঙ্গর ডা‌, হেসাখাল, চান্দের বাগ, দাসনাইপাড়া, পিপ্পাটা , দাঁড়াচো, শান্তির বাজার এবং ডাকাতি নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোর পানিবন্দী শতাধিক অসহায় মানুষের মাঝে হাদিয়া সামগ্রী পৌঁছে দেন স্বেচ্ছাসেবী "আশার আলো" সাংগঠনটি। হাদিয়া সামগ্রীর মধ্যে চিড়া, মুড়ি, চিনি, বিস্কুট, স্যালাইন, প্রয়োজনীয় ঔষধ, মোমবাতি, সেনিটারি ন্যাপকিন, পানি এবং প্রয়োজনীয় জামা কাপড় এবং তৃতীয় পর্যায়ে তাদের কার্যক্রম চলমান । আপনারা চাইলে বন্যার্তদের জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি আপনারা নিজ উদ্যোগে দিতে চান তাদের থেকে ভলেন্টিয়ার নিয়ে আপনাদের কার্যক্রম চালাতে পারেন । যোগাযোগ নাম্বার : 01817955305 / 01648319389 / 01581581437 ফেসবুক গ্রুপ : আশার আলো অর্গানাইজেশন

সর্বাধিক পঠিত