সংখ্যালঘুদের পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ
সংখ্যালঘুদের পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মতলব দক্ষিণের নেতৃবৃন্দ। ১২ আগস্ট সোমবার সকালে তারা মতলব উত্তরের মাছুয়াখাল, সুজাতপুর, দুর্গাপুর ও লক্ষ্মীপুরের হিন্দু ধর্মালম্বী ভাইদের মন্দির প্রদর্শনকরেন। এ সময় ধর্মীয় গুরুদের সাথে গতানুগতিক হিন্দু-মুসলিম সংকট নিয়ে আলোচনা করা হয়। তারা জানান, বর্তমান দেশের সংকটকালে কোনো এক কুচক্রী মহল হিন্দু-মুসলিম দাঙ্গার মাধ্যমে আমাদের বিজয়কে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। তাছাড়াও আমাদের ভাইয়েরা উক্ত মন্দিরগুলো পাহারায় নিয়োজিত থাকায় তারা সাধুবাদ জানিয়েছে। যেকোনো পরিস্থিতি হিন্দু-মুসলিম একসাথে তা মোকাবেলা করার আশ্বাস প্রদান করেছে। কেউ যাতে একটি জাতিকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ হওয়ার স্পৃহা যোগায়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাকিব শেখ, জাহিদ হাসান ও মিনহাজুল ইসলামসহ আরো অনেকে।