• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নারায়নপুরে ছাত্রদের পরিস্কার-পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণ কর্মসূচি

প্রকাশ:  ১১ আগস্ট ২০২৪, ০৯:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে দেশের বৈ'ষম্য বিরো'ধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গত একমাস ধরে আজ পর্যন্ত ছাত্ররা মাঠে থেকে কাজ করছে। তারই ধারাবাহিকতায় মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুরে পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্রাফিক নিয়ন্ত্রণ কর্মসূচি ১০ আগস্ট শনিবার সম্পন্ন হয়েছে। এতে নেতৃত্বে মোঃ সাকিব শেখ, ফরহাদ আহমেদ, বশির প্রধান, আলাউদ্দিন কাজী,  মিনহাজ প্রমুখ।

ছাত্ররা জানান, মানুষের নিরাপত্তা,পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্রাফিক নিয়ন্ত্রণ কর্মসূচি অব্যাহত থাকবে। বাংলার ছাত্র সমাজ যেখানে সমস্যা মনে করবে সেখানে এগিয়ে যাবে আর এতেই আমাদের স্বপ্নের বাংলাদেশ রচিত হবে।
 

সর্বাধিক পঠিত