• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কোটা বিরোধী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে চাটখীলে বসতঘরে হামলা

প্রকাশ:  ২৯ জুলাই ২০২৪, ১০:২২ | আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১১:৩৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কোটা বিরোধী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে নোয়াখালীর এলডিপি নেতা মাজহারুল ইসলাম চৌধুরী ও তার পরিবারকে হুমকি দেয়া হয়েছে। তিনি নোয়াখালী জেলার চাটখীলের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নেতা। মাজহারুল ইসলাম চৌধুরী  অভিযোগ করে জানান, এলডিপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে অতীতেও তার এবং তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা হয়। সম্প্রতি ১৯ জুলাই আবারও তার বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় হামলাকারীরা তাদের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এছাড়া সন্ত্রাসীরা হুমকি দিয়ে আসেন যে, মাজহারুল ইসলাম চৌধুরী ও তার পরিবারকে যেখানেই পাবে সেখানে হত্যা করে ফেলবে। যেহেতু সম্প্রতি ছাত্র আন্দোলনের মাজহারুল ইসলাম চৌধুরী গ্রামের ছাত্রদের সাথে সুস্থ আন্দোলনের ব্যাপারে পরামর্শ দিয়েছেন। তাই তারা জানতে পেরে মাজহারুল ইসলাম চৌধুরীর বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর  করে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সর্বাধিক পঠিত