কোটা বিরোধী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে শাহরাস্তিতে হুমকি ও বসতঘরে হামলা
কোটা বিরোধী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে শাহরাস্তির এলডিপি নেতা জাফর ইকবাল ও তার পরিবারকে হুমকি দেয়া হয়েছে। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার কর্ণপাড়া গ্রামের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সাধারণ সম্পাদক (চিতোষী পূর্ব ইউনিয়ন)। মোহাম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী খালেদা আক্তার গ্রাম কর্ণপাড়া পোস্ট অফিস কাদরা, থানা-শাহারাস্তি, জেলা চাঁদপুর তিনি অভিযোগ করে জানান, এলডিপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে অতীতেও তার এবং তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা হয়। সম্প্রতি ২০ শে জুলাই আবারও তার বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় হামলাকারীরা তাদের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এছাড়া সন্ত্রাসীরা হুমকি দিয়ে আসেন যে, জাফর ইকবাল ও তার পরিবারকে যেখানেই পাবে সেখানে হত্যা করে ফেলবে। যেহেতু সম্প্রতি ছাত্র আন্দোলনের জাফর ইকবাল গ্রামের ছাত্রদের সাথে সুস্থ আন্দোলনের ব্যাপারে পরামর্শ দিয়েছেন। তাই তারা জানতে পেরে জাফর ইকবাল ও খালেদা আক্তার দম্পতির বাড়ি-ঘর ভাংচুর করে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।