• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ফেমাস স্পেশালাইজ্ড হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের প্রথম বর্ষপূর্তি

প্রকাশ:  ২৯ জুলাই ২০২৪, ০৮:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে সর্বাধুনিক চিকিৎসা সেবার অনন্য প্রতিষ্ঠান ফেমাস স্পেশালাইজড হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের পথচলার প্রথম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৮ জুলাই রোববার প্রতিষ্ঠানটিতে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। এর মধ্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, দোয়া মাহফিল এবং সুহৃদ-শুভাকাক্সক্ষীদের নিয়ে কেক কাটা অনুষ্ঠিত হয়।
আমন্ত্রিত সুহৃদ-শুভাকাক্সক্ষীদের অভ্যর্থনা জানান ফেমাস স্পেশালাইজ্ড হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইউনুছ উল্লাহ।
দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএমএম মাহাবুবুর রহমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ হুমায়ূন কবির সুমন, বিএমএ’ চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি ডাঃ এস এম সহিদ উল্যাহ, বর্তমান সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন নবী মাসুম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শরীফ চৌধুরী, ফেমাস স্পেশালাইজ্ড হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের সিও আবু জাফর, চীফ কো-অর্ডিনেটর আব্দুল আউয়াল রুবেল, এইচআর এডমিন কামরুল ইসলাম জগলুসহ ফেমাস স্পেশালাইজড হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের সকল কর্মকর্তা, কর্মচারী ও সুহৃদ-শুভাকাক্সক্ষীগণ।

 

সর্বাধিক পঠিত